Modern Contemporary Interior Design Style Chittagong Bangladesh

একটা ভালো ওয়ার্ডরোব ডিজাইনের জন্য কি কি দরকার?

একটা ভালো ওয়্যারড্রোব ডিজাইনে শুধু সেল্ফ বসানোয় সবকিছু না। ওয়্যারড্রোবের একটা ভালো রঙের স্কিম একটা মানসিক প্রভাব ফেলে। কারোর জন্য গাড় রঙে গুছাতে সুবিধা বা কারোর জন্য হালকা রঙে দেখতে সুবিধা। সেটা যখন ক্যাবিনেটের পাল্লার সঙ্গে কনট্রাস্ট করে রং করা হয় তখন স্বাভাবিক ভাবে যে কারোরই তাদের ওয়্যারড্রোব গুছাতে সহজ বোধ করবে। একটা ওয়্যারড্রোব ডিজাইন করার আগে যা যা জানার প্রয়োজন হয় আমাদের ক্লায়েন্টদের থেকে:
– ওয়্যারড্রোব ভিতরে লাইটিং।
– কয়টা ড্রয়ার হবে কাপড় রাখার জন্য এবং কয়টা হবে টাকা/পয়সা, জুয়েলারি রাখার জন্য।
– জুতার/ব্যাগ রাখার সেল্ফ।
– কতুটুক অংশ ভাই/বোন, স্বামী/স্ত্রী একটা ওয়্যারড্রোব ব্যবহার করবে, তাদের হাইট অনুযায়ী কতটুকু উচ্চতায় হেঙ্গার দিতে হবে।
– সহজ পরিষ্কারের জন্য কি ধরণের ম্যাটেরিয়াল দিলে সুবিধা হবে।
– কি ধরণের ক্যাবিনেটের এক্সেসরিজ আরো কম এফোর্টে কাপড় গুছিয়ে রাখার জন্য প্রয়োজন: স্টোরেজ বাস্কেট, টাই হেঙ্গার, প্যান্ট হেঙ্গার ইত্যাদি।
– Upper ক্যাবিনেটের প্ৰয়োজনীয়তা।
বিজ্ঞানে বলা আছে যে, একটি অগোছালো ওয়্যারড্রোব মানসিক চাপ সৃষ্টি করে। একটি গুছানো এবং ভালো প্ল্যান করা ওয়াল ক্যাবিনেট ডিজাইন মস্তিষ্ককে “সুখী” হরমোন এন্ডোরফিন মুক্ত করতে উৎসাহিত করে। ক্লায়েন্টের চাহিদা হচ্ছে সবচেয়ে প্রধান উপাদান ডিজাইনের জন্য, একটি ফাংশনাল ওয়্যারড্রোব দুইজনই ক্লায়েন্ট এবং ডিজাইন ফার্মের কমিউনিকেশনে গড়ে উঠে।